বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


যুক্তরাষ্ট্রের ঢালিউড অ্যাওয়ার্ডে শাকিব খান


প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২১ ০০:৩৩

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৬:৩৪

ছবি-সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান ১৪ই নভেম্বর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। এরপরই ফিরে আসার কথা ছিল তার।

কিন্তু যুক্তরাষ্ট্র প্রবাসী ও আয়োজকদের অনুরোধে তিনি সেখান আরেকটি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। আগামী ৪ঠা ডিসেম্বর শাকিবের সঙ্গে দেখা হওয়ার সুযোগ থাকছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিদের।

একথা জানিয়ে ফেসবুকে একটি ছবি পোস্ট করে শাকিব লেখেন, ১৪ই নভেম্বর নিউ ইয়র্কে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নিতে এসেছিলাম। ওই আয়োজনের পর আয়োজকদের অনুরোধে ও যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালি ভাইবোনদের সঙ্গে দেখা করতে আগামী ৪ঠা ডিসেম্বর আসছি ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে।

তিনি আরও লিখেছেন, এ অনুষ্ঠানের বাইরে যুক্তরাষ্ট্রের আর কোনো অনুষ্ঠানে আমার কোনো ধরনের অংশগ্রহণ থাকছে না।

প্রসঙ্গত, গত ১২ই নভেম্বর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব। এরপর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে নিজের নতুন সিনেমার ঘোষণা দেন। যেটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা হিমেল আশরাফ। এই সিনেমার ৭০ ভাগ শুটিং হবে লাস ভেগাস, লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক ও হলিউডে। বাকি শুটিং হবে বাংলাদেশে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top