করোনায় আক্রান্ত কাজলের বোন তানিশা
প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২১ ০৩:১৮
আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০০:২৯

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলের বোন তানিশা মুখার্জি। তানিশা নিজেও একজন অভিনেত্রী। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে করোনা পজিটিভ হওয়ার খবর দিয়েছেন তিনি।
এই অভিনেত্রী লিখেছেন, ‘সবাইকে জানাচ্ছি, আমি কোভিড-১৯ আক্রান্ত হয়েছি। এই মুহূর্তে নিজেকে সবার থেকে আলাদা করে রাখছি।’ তবে বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
প্রসঙ্গত, বিভিন্ন রিয়েলিটি শোয়ে কাজ করে বিশেষ পরিচিতি পেয়েছেন তানিশা। ২০০৩ সালে ‘শশশশ…’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন। এরপর কয়েকটি সিনেমায় তাকে দেখা গেছে। কিন্তু নিজেকে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি। এখনো কাজলের বোন বলেই পরিচিত তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: