সালমানের বিয়ে না করার কারণ জানালেন আয়ুষ
প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২১ ২২:২৬
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৫:৫২

পঞ্চাশ বছর বয়সেও বিয়ে নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। দেশের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’র তালিকায় তার নাম রয়েছে সবার উপরে।
সালমান খান কখনো কখনো এ নিয়ে রেগেও যান। কখনো আবার মজা করে জবাবও দেন।
কিন্তু এবার আর জে সিদ্ধার্থ কন্ননকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমানের ভগ্নিপতি ও সহ-অভিনেতা আয়ুষ শর্মা জানালেন সালমানের বিয়ে না করার আসল কারণ।
আয়ুষ জানান, সালমানের সঙ্গে আড্ডা দেওয়ার সময় সাধারণত এ বিষয়ে কোনো কথা তোলেন না তিনি। সালমানকে তিনি যেভাবে দেখেছেন, যেভাবে সারাদিন তিনি ব্যস্ত থাকেন, কাজ করতে থাকেন, তার আপাতত বিয়ে করার সময়ই নেই। উনি যেমন আছেন দারুণ খুশি রয়েছেন। নিজের জীবনের ফয়সালা তিনি নিজেই করতে পারেন।
তিনি আরও বলেন, সাধারণ জীবনযাত্রায় বিশ্বাসী ভাইজান। একেবারে ঠিক সেভাবে জীবনযাপন করেন তিনি। আয়ুষ নিজেও তার মতো সাধারণভাবে থাকার কথা ভাবতেই পারেন না।
আপনার মূল্যবান মতামত দিন: