দুই বছর পর সিনেমায় ফিরছেন স্বস্তিকা!
প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২১ ০৮:৪১
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৮:৫২

ভারতের আবেদনময়ী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সব সময় থাকেন খবরের শিরোনামে। তার অভিনয় আর লস্যময়ীরূপে কেড়ে নিয়েছেন সবার মন। কিন্তু তিনি প্রায় দু বছর টালিগঞ্জের সিনেমায় কোন কাজ করেননি।
অবশেষে ‘বিজয়ার পরে’ নামে টালিগঞ্জের সিনেমায় ফিরছেন অভিনেত্রী স্বস্তিকা।
নির্মাতা অভিজিৎ শ্রী দাসের পরিচালনায় এ সিনেমায় মৃণ্ময়ী নামে এক মধ্যবয়সী নারীর চরিত্রে কাজ করছেন স্বস্তিকা। তার স্বামী চরিত্রে কাজ করবেন মীর আফসার আলী।
সিনেমায় স্বস্তিকার বাবা-মায়ের চরিত্রে কাজ করবেন মমতা শংকর ও দীপঙ্কর দে। তাদের সঙ্গে ‘এবার শবর’, ‘শাহজাহান রিজেন্সি’ ও ‘জাতিস্মর’ চলচ্চিত্রে কাজ করেছেন স্বস্তিকা। সিনেমার দৃশ্য ধারণ শুরু হচ্ছে ডিসেম্বরে।
আপনার মূল্যবান মতামত দিন: