দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন পূর্ণিমা
প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২১ ০৯:৪৩
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১২:৫৮

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। যাকে বলা হয় তিন দশকের যুবকদের ক্রাশ। দীর্ঘদিন বড়পর্দায় অভিনয় করতে দেখা যায়নি তাকে। তবে তার কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।
এই দীর্ঘ বিরতির ভেঙ্গে আবারও অভিনয়ে ফিরছেন এই সুদর্শনী অভিনেত্রী। আগামী ৩১ ডিসেম্বর বছরের শেষ দিন মুক্তি পেতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। এই সিনেমায় বেগম ফজিলাতুন নেছা অর্থাৎ বঙ্গমাতার চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা।
এর আগে গত সেপ্টেম্বরে চলচ্চিত্রটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়। গত ২৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রটির পোস্টার উন্মোচন করেন। সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল এবং বঙ্গবন্ধুর বাবা ও মায়ের ভূমিকায় যথাক্রমে খায়রুল আলম সবুজ ও দিলারা জামান। জুয়েল মাহমুদের চিত্রনাট্যে চলচ্চিত্রটি পরিচালনা, নাট্যরূপ এবং সংলাপ লিখেছেন নজরুল ইসলাম।
আপনার মূল্যবান মতামত দিন: