শুক্রবার, ২৮শে মার্চ ২০২৫, ১৪ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


নতুন রূপে দেখা মিলবে অপূর্বর!


প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০২১ ০৩:৫০

আপডেট:
৬ ডিসেম্বর ২০২১ ০৫:৩১

বিনোদন প্রতিবেদক

সম্প্রতি সময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অসংখ্য নাটকে ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। এবার নতুন পরিচয়ে আসছেন তিনি।

এবার অভিনেতা থেকে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন অপূর্ব। চালু করেছেন ‘ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট’ শিরোনামে প্রযোজনা প্রতিষ্ঠান।

রাজধানী উত্তরায় একটি শুটিং হাউজে ‘শুধু তুমিময়’ শিরোনামে একটি নাটক প্রযোজনার মাধ্যমে এমন ঘোষণা দিয়েছেন অপূর্ব।

‘শুধু তুমিময়’ নাটকটি রচনা করেছেন যোবায়েদ আহসান। পরিচালনা করছেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি। এ নাটকে অপূর্বর বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর।

এ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘বর্তমানে আমি আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে টিভি নাটক নির্মাণ করছি। ভবিষ্যৎতে আরও বড় কিছু হবে বলে আশা করছি।’

এ অভিনেতা আরও বলেন, ‘বাইরে দেশের অভিনেতারা নিজেরা প্রযোজনা হাউজ তৈরি করে। আমিও ভালো করতে চাই, আর বিশেষ করে সবার কাছে দোয়া চাই।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top