ক্যাটের বিয়ের শাড়ি তৈরি করতে ৪০ বাঙালির সময় লেগেছে ১৮শ ঘণ্টা!
প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২১ ২০:৩০
আপডেট:
১৫ ডিসেম্বর ২০২১ ২০:৪১

আনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর থেকে প্রিয়াঙ্কা চোপড়া, পত্রলেখা সবার বিয়েতেই বর-কনের পোশাক ডিজাইন করেছেন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জি। ভিকি-ক্যাটরিনার বিয়েতেও তার ভিন্ন হয়নি।
ক্যাটরিনা কাইফের বিয়ের পোশাক তৈরির নেপথ্যের কাহিনী প্রসঙ্গে সব্যসাচী মুখার্জি জানান, প্রায় ১৮০০ ঘণ্টা ধরে ক্যাটরিনার বিয়ের একটি পোশাক জিজাইন করা হয়েছে। এর পেছনে কাজ করেছেন ৪০ জন বাঙালি কারিগর। মসলিন কাপড়ের তৈরি সেই শাড়ির পুরো সুতোর কাজটাই হাতে করা। বুনেছেন বাংলার শিল্পীরাই।
শাড়ির সঙ্গে মানানসই হিরার গয়নাও সব্যসাচীর তৈরি করা।
ডিসেম্বরের ৯ তারিখ রাজস্থানে রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। রাজস্থানের বারওয়ারা ফোর্টে এক হয়েছে চার হাত। এদিন রাতেই ছবি প্রকাশ্যে নিয়ে এসেছেন বলিউডের নতুন তারকা দম্পতি। রাখঢাক, কড়া নিরাপত্তার জন্য ভিকি-ক্যাটের বিয়ে নিয়ে কৌতূহলেরও অন্ত ছিল না।
আপনার মূল্যবান মতামত দিন: