মাদককাণ্ডে যুক্ত নন শাহরুখপুত্র আরিয়ান
প্রকাশিত:
৩ মার্চ ২০২২ ০২:০৯
আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০১:১৭

মাদক মামলা বা আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে কোনোভাবে যুক্ত নন শাহরুখ খানের ছেলে।
বুধবার (২ ফেব্রুয়ারি) এমনই ঘোষণা দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার (এনসিবি) একটি তদন্তকারী দল (এসআইটি)। খবর আনন্দবাজার।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, আরিয়ান যে মাদক নেওয়া বা মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, এমন কোনো প্রমাণ নেই।
তদন্তকারী টিমের দাবি, তদন্ত করতে গিয়ে প্রমোদতরী অভিযানে অভিনেতাপুত্রকে গ্রেফতারের পেছনেও অনেক ফাঁক চোখে পড়েছে তাদের।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তদন্তকারী দলের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্য, আরিয়ান মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন না।
তিনি নিজেও মাদক নিতেন না! তাই কী কারণে তার মোবাইল ফোন আটক করা হয়েছিল, কেনইবা ফোনের বার্তা দেখা হয়েছিল, তা তারা তদন্তে নেমে বুঝতেই পারেননি।
কারণ অভিনেতাপুত্রের কোনো বাক্যালাপে মাদক সম্বন্ধীয় কোনো তথ্যের উল্লেখ নেই।
তাদের আরও দাবি, এনসিবির যে অভিযান চালানো হয়েছিল, তারও কোনো ভিডিও রেকর্ডিং নেই। অর্থাৎ মামলায় গ্রেফতার একাধিক আসামির থেকে মাদক উদ্ধার হয়েছে, এমনটিও দেখাতে পারবে না সংস্থা।
এসএন/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: