‘পাঠান’ নিয়ে আসছেন শাহরুখ খান
প্রকাশিত:
৬ মার্চ ২০২২ ২২:০৫
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০২:১১

শাহরুখের নতুন এ ছবিটির নাম পাঠান, সেটা আগেই জানা গেছিল। কোভিডের কারণে ও শাহরুখের ব্যক্তিগত জীবনের সমস্যার জন্য একাধিকবার পিছিয়েছিল এ সিনেমার শুটিং। তবে এবার টিম পাঠান যাচ্ছে স্পেনে, শুরু হয়ে যাবে সিনেমার কাজ।
কয়েকদিন আগে যশরাজ ফিল্মস শাহরুখ খানকে নিয়ে তাদের পরবর্তী ছবি পাঠানের মুক্তির তারিখ ঘোষণা করেছে। শাহরুখ ভক্তরা নতুন এ খবরে বেশি খুশি।
শনিবার সকালে মুম্বাই বিমানবন্দরে দেখা গেল শাহরুখকে। পাঠানের শুটিং করতে এক মাসের জন্য স্পেন যাচ্ছেন তিনি। এদিকে বিমানবন্দরে ঢোকার সময় কিং খান হাত জোড় করে অভিনন্দন জানালেন। এই ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এ সিনেমায় শাহরুখের সঙ্গে অন্য দুই প্রধান চরিত্রের অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ২০২৩ সালের ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে।
এসএন/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: