নেত্রী হচ্ছেন বুবলী!
প্রকাশিত:
৮ মার্চ ২০২২ ০২:৫৯
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৭:১৩

ঢাকাই সিনেমার এ সময়ের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। সম্প্রতি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি, নাম ‘লোকাল’। নির্মাণ করছেন সাইফ চন্দন।
সোমবার (৭ মার্চ) সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশের মাধ্যমে সুখবরটি সামনে আনেন নির্মাতা। তিনি জানান, কয়েকদিন আগেই বুবলী চুক্তিবদ্ধ হয়েছেন। তবে তার বিপরীতে নায়ক হিসেবে কে থাকছেন, সেটা এখনো চূড়ান্ত হয়নি।
সিনেমাটির প্রেক্ষাপট ও বুবলীর চরিত্র প্রসঙ্গে সাইফ চন্দন জানান, একটি মফস্বল এলাকার চিত্র উঠে আসবে এখানে। সেখানকার স্থানীয় মানুষদের সংগ্রাম, জীবন-যাপনসহ তাদের নানা সংস্কৃতি তুলে ধরা হবে। এজন্যই এর নাম ‘লোকাল’ রাখা হয়েছে। আর সেখানেই কিছু বাধা-বিপত্তি আসে। প্রয়োজন হয় নেতৃত্বের। তখনই নেত্রীর ভূমিকায় অবতীর্ণ হন বুবলী।
‘লোকাল’ সিনেমার প্রযোজনায় আছে টাইগার মিডিয়া। সিনেমায় বুবলীর সঙ্গে প্রথম সারির একজন তারকাকে দেখা যেতে পারে বলে জানা গেছে।
এর আগে সাইফ চন্দনের আরও একটি সিনেমায় যুক্ত হয়েছিলেন বুবলী। সেটার নাম ‘কয়লা’। সেখানেও নায়িকাকে দেখা যাবে প্রতিবাদী এক নারীর ভূমিকায়।
এসএন/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: