বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


ফের আদরের সঙ্গে জুটি বাঁধছেন বুবলী


প্রকাশিত:
৯ মার্চ ২০২২ ০৪:৪৮

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৭:৪৪

ছবি : সংগৃহীত

সাইফ চন্দনের পরিচালনায় ‘লোকাল’ নামে নতুন সিনেমায় নাম লেখালেন শবনম বুবলী ও আদর আজাদ।

এ সিনেমায় ইতোমধ্যে তারা চুক্তিবদ্ধ হয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পলিটিক্যাল থ্রিলার ঘরানার গল্পে সিনেমাটি প্রযোজনা করছে টাইগার মিডিয়া।

পরিচালক জানান, এতে মফস্বলের সেখানকার স্থানীয় মানুষদের সংগ্রাম, জীবন-যাপনসহ তাদের নানা সংস্কৃতি তুলে ধরা হবে। এজন্যই এর নাম ‘লোকাল’ রাখা হয়েছে।

আদর আজাদ বলেন, “সিনেমার চিত্রনাট্যে রয়েছে নতুনত্ব। গল্প নিয়ে এখনই কিছু বলা যাবে না। এতটুকু নিশ্চিত করতে পারি দর্শকদের জন্য চমক আছে “

৯ মার্চ থেকে ঢাকার বাইরে সিনেমার দৃশ্যধারণ শুরু হবে, চলতি মাসেই শেষ হবে দৃশ্যধারণ। এ সিনেমার চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ।

এর আগে বুবলী ও আদর আজাদ জুটির ‘তালাশ’ নামে একটি সিনেমায় কাজ করেছেন; সেটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

এসএন/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top