ইমরানের নায়িকা সাবিলা নূর!
প্রকাশিত:
১৭ মার্চ ২০২২ ০১:২১
আপডেট:
৮ এপ্রিল ২০২৫ ০৯:২৪

ছবি : সংগৃহীত
এ পর্যন্ত অসংখ্য নায়কের বিপরীতে নায়িকা সেজেছেন সাবিলা নূর। তবে সেটি নাটকে। এবার তিনি নায়িকারূপে আসছেন একেবারে নতুন একটি মাধ্যমে। জনপ্রিয় এই অভিনেত্রী প্রথমবার কাজ করেছেন মিউজিক ভিডিওতে।
আর সেখানে তার নায়ক সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। বিষয়টি নিশ্চিত করেছেন ইমরান-সাবিলা দুজনেই।
সদ্য শুটিং হওয়া এই গানচিত্রের নাম ‘তুমি আমি’। গানটির সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। কণ্ঠ দিয়েছেন যৌথভাবে ইমরান ও লাবিবা।
গানটির গল্প নির্ভর রোম্যান্টিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এটি মুক্তি পাচ্ছে আসছে ঈদে সিএমভি’র ব্যানারে।
কাজটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘আসছে ঈদের জন্য এটা আমার সবচেয়ে বড় প্রজেক্ট। আমি মনে করি ঈদ উপহার হিসেবে ভক্তরা এমন কিছুই আশা করে আমাদের কাছে। জনপ্রিয় টিভি অভিনেত্রী সাবিলা নূরের প্রথম মিউজিক ভিডিও এটি। ভিডিওতে সহশিল্পী হিসেবে তাকে পেয়ে বেশ ভালো লাগছে। আশা করছি দর্শক-শ্রোতারা আমাদের ক্যামেস্ট্রিটা পছন্দ করবেন।’
ইমরান প্রশংসা করেন ‘গানের রাজা’ বিজয়ী লাবিবার গাওয়া নিয়েও।
কাজটি প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘অসংখ্য অফার এলেও আগে কখনও মিউজিক ভিডিওর মডেল হইনি। কিন্তু এই গানটি শুনে ভালো লাগলো। আরও ভরসা পেলাম ভিডিওর গল্পটা শুনে। ভাবলাম, এবার নতুন কিছু করা যেতেই পারে। খুব সুন্দর গল্পে ভিডিওটি নির্মিত হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।’
গানটির প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ঈদ উপলক্ষে রোজার শুরুতেই গানচিত্রটি উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
এসএন/তাজা/২০২২
সম্পর্কিত বিষয়:
ইমরান-সাবিলা
আপনার মূল্যবান মতামত দিন: