ট্রেলারেই ঝড় তুলেছে 'কেজিএফ চ্যাপ্টার-২'
প্রকাশিত:
২৮ মার্চ ২০২২ ২১:০৩
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১২:৫৭

শেষ পর্যন্ত মুক্তি পেল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর ট্রেলার। ব্যাঙ্গালুরুতে ছবির অফিসিয়াল ট্রেলার উদ্বোধন করেন করণ জোহর। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়ক যশ। সঙ্গে অন্যতম আকর্ষণ সঞ্জয় দত্ত ও রবিনা ট্যান্ডন।
এর আগে ‘কেজিএফ চ্যাপ্টার ১’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ২১ ডিসেম্বর। ৮০ কোটি টাকায় তৈরি হয়েছিল কন্নড় এ সিনেমা। প্রথম ছবি ২৫০ কোটি টাকার ব্যবসা করেছিল। এর মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন দক্ষিণী তারকা যশ।
‘কেজিএফ’ সিরিজের দ্বিতীয় সিনেমা ‘কেজিএফ চ্যাপ্টার-২’। ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে বহুল প্রতিক্ষীত সিনেমাটি। মুক্তি উপলক্ষে প্রকাশ হয়েছে ট্রেলার।
ট্রেলার প্রকাশের পর হুমড়ি খেয়ে পড়েছে ‘কেজিএফ’ ভক্তরা। মুহূর্তের মিলিয়ন ভিউ ছাড়িয়েছে গেছে। ভক্তদের প্রশংসায় ভাসছে ‘কেজিএফ চ্যাপ্টার-২’।
হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালায়লাম- পাঁচটি ভাষায় প্রকাশ হয়েছে ট্রেলার। সব মিলিয়ে অন্য এক উন্মাদনায় মেতে উঠেছে ‘কেজিএফ’ ভক্তরা।
ভারতের বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ হয়েছে ট্রেলারগুলো। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন করণ জোহর। এর আগে সিনেমাটির নির্মাতা প্রশান্ত নীল ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্ক ভিলাকে বলেছিলেন, ট্রেলার প্রকাশ অনুষ্ঠানটি হবে সবচেয়ে বড় অনুষ্ঠান। ভারতের সব ইণ্ডাস্ট্রির লোকজন এতে উপস্থিত থাকবেন।
এক সাক্ষাৎকারে ‘কেজিএফ চ্যাপ্টার-২’ সিনেমার প্রযোজক বিজয় বলেন, আমরা এটি ভারতে প্রায় ৬০০০ স্ক্রিনে মুক্তি দেব। শুধু তাই নয়, আমরা ভারতের প্রায় সব সিনেমা হলে এটি মুক্তি দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি।
এর আগে প্রকাশ হয়েছে ‘কেজিএফ চ্যাপ্টার-২’ সিনেমার একটি গান। নাম ‘তুফান’। এছাড়া টিজার প্রকাশের পরও ঝড় উঠেছিল। সবচেয়ে কম সময়ে বেশি ভিউ হয়েছিল টিজারটি।
এসএন/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: