রণবীরের নায়িকা এবার রাশমিকা
প্রকাশিত:
৪ এপ্রিল ২০২২ ০০:৩৫
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০২:৫৩

‘অর্জুন রেড্ডি’ সিনেমাটি নির্মাণ করে তেলেগু ইন্ডাস্ট্রিতে ব্যাপক সাড়া জাগিয়েছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা। সিনেমাটি ব্লকবাস্টার হিট হয়েছিল।
সফল এই পরিচালকের নতুন সিনেমা ‘অ্যানিমেল’। এতে নায়কের ভূমিকায় থাকছেন বলিউড তারকা রণবীর কাপুর। শোনা যাচ্ছিল, সিনেমায় রণবীরের সঙ্গে দেখা যাবে পরিণীতি চোপড়াকে। কিন্তু সেটা আর বাস্তবায়ন হলো না।
অফিসিয়াল ঘোষণায় জানানো হলো, ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীরের নায়িকা হচ্ছেন রাশমিকা মান্দানা। শিডিউল না মেলার কারণে পরিণীতি সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন। এরপরই রাশমিকাকে বেছে নেন পরিচালক-প্রযোজকরা।
জানা যায়, পুরো অ্যাকশন ঘরানার সিনেমা হবে এটি। রণবীরকে এমন চরিত্রে সেভাবে কখনো দেখা যায়নি। তাছাড়া ভারতের ‘জাতীয় ক্রাশ’ হিসেবে পরিচিত রাশমিকার সঙ্গেও তার প্রথম রসায়ন হতে যাচ্ছে। সুতরাং ভক্তদের উচ্ছ্বাস কোনো অংশে কম নয়।
রাশমিকা মূলত দক্ষিণী সিনেমার নায়িকা। তবে বর্তমানে বলিউডেও সমান তালে কাজ করছেন। ইতোমধ্যে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’ নামের একটি সিনেমা করেছেন। এছাড়া মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ নামের আরেকটি সিনেমার কাজও সম্পন্ন করেছেন। সবমিলিয়ে বলিউডে রাশমিকার কাজের পরিধি বেড়েই চলেছে।
এসএন/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: