হাসপাতাল থেকে অর্জুনের সাথে বাড়ি ফিরলেন মালাইকা
প্রকাশিত:
৪ এপ্রিল ২০২২ ২২:০৬
আপডেট:
৪ এপ্রিল ২০২২ ২৩:৪৮

শনিবার (২ এপ্রিল) রাতে মুম্বাই-পুনে হাইওয়ে এক্সপ্রেসের খোপোলির কাছে দুর্ঘটনার কবলে পড়ে মালাইকা আরোরার গাড়ি। এতে আহত হন অভিনেত্রী। জখম গুরুতর না হলেও তাকে ভর্তি হতে হয় হাসপাতালে। রোববার হাসপাতালে চিকিৎসা নিয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছেন তিনি।
জানা যায়, তিনি প্রেমিক অর্জুন কাপুর আর বোন অমৃতা মালাইকার সঙ্গে বাড়ি ফেরেন।
শনিবার পুনেতে একটা ফ্যাশন শো শেষ করে ফিরছিলেন মালাইকা। প্রথমে একটি গাড়ি এসে মালাইকার গাড়িকে ধাক্কা মারে। এতে চালক নিয়ন্ত্রণ হারান। আর সামনে দাঁড়িয়ে থাকা তিনটে গাড়িকে গিয়ে ধাক্কা মারে। তাতেই আহত হন মালাইকা। এরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বোন অমৃতা আর প্রেমিক অর্জুন কাপুর।
মালাইকার বোন অমৃতা আরোরা জানিয়েছেন, ভালো আছেন তার বোন। একদম স্থিতিশীল। তিনি খুব শক্ত। আর খুব তাড়াতাড়ি কাজে ফিরবেন। এই মুহূর্তে টেলিভিশনে দুটো রিয়েলিটি শো-এর বিচারক তিনি।
এসএন/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: