ইফতার বিক্রি করছেন মাহি
প্রকাশিত:
৬ এপ্রিল ২০২২ ০০:৩৯
আপডেট:
৬ এপ্রিল ২০২২ ০১:২৫

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ক’দিন আগেই ঘোষণা দিয়েছিলেন, রেস্তোরাঁ ব্যবসায় নামছেন তিনি। গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে জোরকদমে চলছে রেস্তোরাঁরটির কাজ। যার নাম ‘ফারিশতা’।
এবার সেটার অনানুষ্ঠানিক যাত্রা শুরু হলো। রোস্তোরাঁটি পুরোপুরি চালু না হলেও শুরু হয়েছে ইফতারি বিক্রি। সোমবার (৪ এপ্রিল) সেখানে উপস্থিত হয়ে তার তদারকি করেন মাহি। এ সময় নায়িকার সঙ্গে ছিলেন তার স্বামী রাকিব সরকার ও রেস্তোরাঁর পুরো টিম। এ সময় তাদের গায়ে ছিল রেস্টুরেন্টের নাম লেখা টি শার্ট।
এ সময় ফেসবুক লাইভে এসে মাহি বলেন, ‘খুবই এক্সাইটেড আমি। আমাদের রেস্টুরেন্টটির গ্র্যান্ড ওপেনিং হবে চাঁদ রাতে। আপাতত প্রচারের অংশ হিসেবে ফারিশতা থেকে ইফতারি বিক্রি চলছে।’
মাহি গণমাধ্যমকে আগেই জানিয়েছেন, তিনটি ফ্লোর নিয়ে এই রেস্টুরেন্টের আয়তন ছয় হাজার বর্গফুটের বেশি। এখানে দেশি ও বিদেশি নানা ধরনের খাবারের পাশাপাশি রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে।
এসএন/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: