ভূতে ধরেছে শ্রাবন্তীকে!
প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২২ ০১:২৫
আপডেট:
১৫ এপ্রিল ২০২২ ০১:২৫

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে দেখা যাবে ভিন্ন চত্রিরে, ব্যতিক্রম গল্পে হাজির হতে।
সিনেমার নাম ‘ভয় পেও না’। এটি নির্মাণ করেছেন অয়ন দে। সিনেমাটিতে শ্রাবন্তীর স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন ওম সাহানি।
বুধবার (১৩ এপ্রিল) প্রকাশ করা হয়েছে এর প্রথম অফিসিয়াল পোস্টার। আগামী ২৭ মে এটি মুক্তি পাবে।
সেখানেই দেখা গেল রহস্যময়ী শ্রাবন্তীকে। তার কাঁধে দুটি ভয়ানক হাত। দেখে মনে হয়, কোনো অশরীরী আত্মা শ্রাবন্তীকে ছুঁয়ে আছে। তবে কি ভূতে ধরেছে তাকে? প্রশ্ন দানা বাঁধছে দর্শকের মনে।
জানা যায়, ‘ভয় পেও না’ সিনেমার গল্প মূলত বধূ ও শাশুড়ির সম্পর্ক ঘিরে। তবে সেটার মাঝেই টুইস্ট আছে। সেই টুইস্ট হতে পারে ভৌতিক কিছু। আর সেজন্যই সিনেমার নাম দেওয়া হয়েছে ‘ভয় পেও না’।
শ্রাবন্তী জানিয়েছেন, তিনি ভূতে ভীষণ ভয় পান। তবে ভৌতিক সিনেমা দেখতে ভালো লাগে তার। গা ছমছমে ব্যাপারটা উপভোগ করেন অভিনেত্রী।
এসএন/তাজা/২০২২
সম্পর্কিত বিষয়:
শ্রাবন্তী
আপনার মূল্যবান মতামত দিন: