বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


অভিমান ভাঙল করণ-অজয়ের!


প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২২ ২১:১৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ২২:৪৩

 ছবি : সংগৃহীত

অজয়ের ‘রানওয়ে ৩৪’-র জন্য শুভেচ্ছা করণের, পালটা জবাবও দিয়েছেন অজয় দেবগণ। তাহলে কি তাদের সম্পর্কের ফাটল জোড়া লাগতে চলেছে? ২০১৬ সালে অজয় দেবগণ পরিচালিত ‘শিবায়’ নিয়ে তাদের মধ্যে সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছিল।

সম্প্রতি টুইটারের কথা চালাচালি করেছেন অজয় ও করণ জোহর। ফের কি পরস্পরের দিকে বন্ধুত্বের হাত বাড়াবেন তারা? কী ভাবছেন অজয় ও করণ ভক্তরা।

শনিবার (১৬ এপ্রিল) টুইটারে করণ আর অজয়ের কথা চালাচালি দেখে হয়তো হতবাকই হয়েছেন অনেকেই। বলিউডের সবাই জানেন যে, করণের সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী কাজলের স্বামীর সঙ্গে বছর কয়েক আগে তিক্ত হয়েছিল পরিচালকের সম্পর্ক, তাও ছবির রিলিজ ঘিরে। ‘শিবায়’ এবং ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ একই দিনে মুক্তি পেয়েছিল। শত অনুরোধ সত্ত্বেও ওই বক্স অফিস ক্ল্যাশ এড়িয়ে যাননি করণ। এতেই গোঁসা হয় অজয়ের। কাজলও স্বামীর পক্ষ নেন।

এদিন আচমকাই টুইটারে পরিচালক অজয় দেবগণের ছবি ‘রানওয়ে ৩৪’এর ট্রেলার শেয়ার করে গোটা টিমকে শুভেচ্ছা জানান করণ। লেখেন, ‘উফ পুরো দমবন্ধ করা এবং শিহরণ জাগানো ট্রেলার…. এই ছবিটার জন্য আর অপেক্ষা করতে পারছি না। রানওয়ে ৩৪ সবাইকে সঙ্গে নেবে! সিটের গোড়ায় বসে দেখবার ছবি, গরমের জন্য একদম পারফেক্ট। আমার ভালোবাসা এবং শুভকামনা অমিতাভ বচ্চন, অজয় দেবগণ, রাকুল প্রীত সিং এবং বোমান ইরানিকে’।

করণের এই টুইটের জবাবে ছবির অন্যতম কাস্ট এবং পরিচালক অজয় লেখেন, ‘করণ তোমার থেকে এমন প্রশংসা শুনে আপ্লুত। ধন্যবাদ। আমি চাই তুমি এই ছবিটার ফার্স্ট কপি (রিলিজের আগের প্রিভিউ কপি) দেখো’।
২০১৬ সালে অজয় দেবগণ পরিচালিত ‘শিবায়’ নিয়ে যে ঝামেলার শুরু, অবশেষে তা শেষ হল ‘রানওয়ে ৩৪’-এ।

সংবাদ সংস্থা এএনআইয়ের রিপোর্টে সেই সময় বলা হয়েছিল, অজয়ের শিবায় নিয়ে বদনাম রটাতে কেআরকে'কে টাকা দিয়েছিলেন করণ জোহর, এমন একটি অডিও ক্লিপ ফাঁস করেছিলেন অজয়। পাশাপাশি করণের ছবির প্রশংসা করতেও বলা হয়েছিল স্বঘোষিত ফিল্ম সমালোচক কেআরক-কে। যদিও পরবর্তীতে ২০১৮ সাল নাগাদ করণের শো ‘কফি উইথ করণ’-এ সস্ত্রীক হাজির হয়েছিলেন অজয় দেবগণ।

এসএন/তাজা/২০২২


সম্পর্কিত বিষয়:

অজয় দেবগণ করণ কাজল

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top