বিয়ের পর আলিয়াকে নিয়ে মন্তব্যের বন্যা
প্রকাশিত:
২০ এপ্রিল ২০২২ ২১:১২
আপডেট:
২০ এপ্রিল ২০২২ ২১:২৫

বিয়ের পরই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সদ্যবিবাহিত রণবীরকে সাধারণ পোশাকে সোমবার দেখা গিয়েছিল টি-সিরিজ অফিসের বাইরে। সাদা টি-শার্ট আর কার্গো প্যান্টের ওপর আলগোছে চাপিয়েছিলেন চেকার্ড শার্ট।
মঙ্গলবার (১৯ এপ্রিল) আলিয়াকে দেখা গেল মুম্বাই বিমানবন্দরে। নরম গোলাপি সালোয়ার কামিজে তাকে দেখাচ্ছিল পরীর মতো। খুশিতে উজ্জ্বল তার চোখ মুখ। বিয়ের মেহেদি তখনও ঝাপসা হয়নি। তবে তার পরই নেট দুনিয়ায় উঠল ঝড়।
প্রশংসার পাশাপাশি নানা তির্যক মন্তব্য ছিটকে এল আলিয়া ভাটের দিকে। কেউ বললেন, ‘সে কী! সিঁদুর কোথায়?’ আরেকজন বললেন, ‘নতুন বউ বলে তো মনেই হচ্ছে না।’
আবার কেউ বললেন, ‘সুন্দর লাগছে আলিয়া, কিন্তু সিঁদুর আর লাল চুরি হলে আরও ভাল মানাত।’
আলিয়ার ফুরফুরে চেহারা দেখে কিছুটা আহতই যেন হয়েছেন নেটিজেনদের একাংশ।
তবে সে সবে খেয়াল নেই আলিয়ার। রণবীরের মতো তিনিও কাজেই মন দিয়েছেন। করণ জোহর পরিচালনায় ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র কাজ শুরু হবে শিগগিরই। তাতে রণবীর সিংয়ের সঙ্গে দেখা যাবে আলিয়াকে।
এসএন/তাজা/২০২২
সম্পর্কিত বিষয়:
রণবীর-আলিয়া
আপনার মূল্যবান মতামত দিন: