ফ্ল্যাটে মিললো অভিনেত্রী পল্লবীর ঝুলন্ত মরদেহ
প্রকাশিত:
১৬ মে ২০২২ ০১:৩২
আপডেট:
১৬ মে ২০২২ ০১:৩২

কলকাতার এক জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ মে) গড়ফার একটি ফ্ল্যাটে থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
অভিনেত্রীর নাম পল্লবী দে। তিনি ‘আমি সিরাজের বেগম’ সিনেমায় লুৎফা’র চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া ‘রেশম ঝাঁপি’, ‘কুঞ্জছায়া’ ধারাবাহিকেও অভিনয় করেছেন। বর্তমানে ‘মন মানে না’ নামে একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন।
খবর, ওই ফ্ল্যাটেই প্রেমিকের সঙ্গে থাকতেন পল্লবী। মৃত্যুর ঘণ্টাখানেক আগেও নেটমাধ্যমে সক্রিয় ছিলেন তিনি।
আরও জানা গেছে, রোববার সকালেই গড়ফার ফ্ল্যাট থেকে অভিনেত্রীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তার সঙ্গী। এরপর পুলিশে খবর দেন তিনি। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কী কারণে তার মৃত্যু হয়েছে সে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এসএন/তাজা/২০২২
সূত্র : আনন্দবাজার ও হিন্দুস্তান টাইমস
সম্পর্কিত বিষয়:
পল্লবী
আপনার মূল্যবান মতামত দিন: