রাখিকে বিএমডব্লিউ গাড়ি উপহার দিলেন নতুন প্রেমিক
প্রকাশিত:
১৭ মে ২০২২ ২১:২১
আপডেট:
১৭ মে ২০২২ ২১:৫৩

রীতেশের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নিজেই ভক্তদের নতুন প্রেমিকের সঙ্গে আলাপ করালেন বলিউডের তারকা ও মডেল রাখি সাওয়ান্ত। তার নতুন প্রেমিকের নাম আদিল খান দুরানি। তার থেকেই এপ্রিলে বিএমডব্লিউ উপহার পেয়েছিলেন রাখি।
সাবেক স্বামী রীতেশের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রাখি। কিন্তু আবার নতুন জীবন শুরু করে, নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন। সম্প্রতি প্রেমিকের সঙ্গে আলাপ করালেন ভক্তদের।
পাপারাৎজিদের সঙ্গে কথা বলার সময়ে রাখি জানালেন, তিনি প্রেম করছেন আদিলের সঙ্গে। আদিল আর তার বোন মিলে রাখিকে দামি গাড়ি উপহার দিয়েছেন। রাখির কথায়, ‘আদিল চাইতো না, আমি ছোট গাড়ি করে ঘুরি। তাই আমাকে বড় গাড়ি উপহার দিয়েছে আমার প্রিয় মানুষ।’ অভিনেত্রীর কথাতেই জানা যায়, আদিলের গাড়ির ব্যবসা আছে।
আদিলও তার প্রশংসায় পঞ্চমুখ। তিনি বললেন, ‘রাখি খুবই ভালো মেয়ে এবং একেবারে মাটির মানুষ।’ তাতে লজ্জায় লাল হয়ে উঠলেন অভিনেত্রী।
এসএন/তাজা/২০২২
সম্পর্কিত বিষয়:
রাখি সাওয়ান্ত
আপনার মূল্যবান মতামত দিন: