প্লাস্টিক সার্জারি করতে গিয়ে অভিনেত্রী চেতানার মৃত্যু
প্রকাশিত:
১৭ মে ২০২২ ২৩:৪৮
আপডেট:
১৮ মে ২০২২ ০১:৫১

সৌন্দর্য বাড়াতে প্লাস্টিক সার্জারি করার পর ভারতে এক টিভি অভিনেত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মে) সন্ধ্যায় বেঙ্গালুরুর একটি হাসপাতালে চেতানা রাজ নামে এ অভিনেত্রী মারা যান।
বেসরকারি একটি হাসপাতালে ‘ফ্যাট ফ্রি’ সার্জারির জন্য ভর্তি হয়ে মারা যাওয়া ২১ বছর বয়সি ওই অভিনেত্রীর নাম চেতানা রাজ।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাবা-মাকে না জানিয়ে এক বন্ধুকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চেতানা।
সোমবার সকালে সার্জারির পর এদিন সন্ধ্যায় তার শরীর অবস্থার অবনতি ঘটতে থাকে। ফুসফুসে পানি জমতে থাকে।
মেয়ের মৃত্যুর জন্য চিকিৎসকের অবহেলাকে দায়ী করেছেন চেতানার বাবা-মা। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
এসএন/তাজা/২০২২
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আপনার মূল্যবান মতামত দিন: