বলিউড অভিনেতা মিথিলেশ না ফেরার দেশে
প্রকাশিত:
৫ আগস্ট ২০২২ ০৫:২০
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৭:৪২

‘কই মিল গায়া’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকমহলে পরিচিত পাওয়া বলিউড অভিনেতা মিথিলেশ চতুর্বেদি না ফেরার দেশে চলে গেছেন। বুধবার সন্ধ্যায় লক্ষণৌয়ে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। খবর আনন্দবাজার।
শোক প্রকাশ করে মিথিলেশের জামাই আশিস চতুর্বেদি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে খবরটি নিশ্চিত করেন।
বলিউডে কয়েক দশকের ক্যারিয়ারে ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত হিট সিনেমা ‘কই মিল গায়া’ ছাড়াও ‘কৃশ’, ‘তাল’, ‘রেডি’, ‘আশোকা’, ‘ফিজা’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় কাজ করেছেন। সিনেমার পাশাপাশি বেশকিছু মঞ্চনাটকেও অভিনয় করেছেন মিথিলেশ। বাচনভঙ্গি, কৌতুক অভিনয়ের জন্য বহু ছবিতে তার কাজ প্রশংসিত।
তার মৃতুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। শোক প্রকাশ করেছেন পরিচালক হনশল মেহেতা থেকে শুরু করে অভিনয় জগতের সঙ্গে জড়িত অসংখ্য মানুষ।
সম্পর্কিত বিষয়:
বলিউড
আপনার মূল্যবান মতামত দিন: