ক্ষুদে গায়কের সঙ্গে সালমান খান
প্রকাশিত:
৬ আগস্ট ২০২২ ২৩:৩৪
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৮:২৬

বিশ্বের সবচেয়ে ক্ষুদে গায়কের সঙ্গে বলিউড তারকা সালমান খান "বজরঙ্গি ভাইজান" সিনেমার সিক্যুয়েলের শুটিং শুরু করেছেন। সিনেমার এই পর্বের নতুন চমক হচ্ছে ক্ষুদে গায়ক আবদু রোজিক।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আবদু তাজিকিস্তানের বাসিন্দা। সে ক্ষুদে হলেও তার গায়কি স্টাইলের কারণে বড় বড় গায়ককে চ্যালেঞ্জ করতে পারে। ইন্টারনেটের মাধ্যমে ভাইরাল হয় আবদু। বলিউডের ভাইজানের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আপ্লুত তিনি। আবার সালমানও ফ্যান হয়ে গেছেন ক্ষুদে তারকার।
ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সালমান খানের সঙ্গে বলিউডে অভিষেক হওয়াতে আবদু রোজিক খুবই আনন্দিত। কখনো ভাবেননি এত বড় তারকার সঙ্গে সিনেমা করতে পারবেন।
এদিকে নতুন সিনেমার গল্প সম্পর্কে কোন কথা বলেননি সালমান খান। একই সঙ্গে এতে কে কে অভিনয় করছেন তাও জানাতে চাননি। কেবল জানিয়েছেন, সিক্যুয়েলেও চমক থাকবে। এই সিনেমায়ও সীমান্তের গল্প থাকবে।
উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বাজরাঙ্গি ভাইজান’ প্রথম সপ্তাহেই রেকর্ড পরিমাণ ব্যবসা করে বক্স অফিসে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সিনেমাটি গোটা বিশ্বে প্রায় ৯৬৯ কোটি টাকার ব্যবসা করেছে। আর সিনেমাটি সালমানেরও খুব পছন্দের। কারণ ওই সিনেমার মাধ্যমেই দীর্ঘদিন পর হিরোর ইমেজ থেকে বেরিয়ে এসেছিলেন সালমান খান।
সম্পর্কিত বিষয়:
সালমান খান
আপনার মূল্যবান মতামত দিন: