বইমেলায় করোনার সনদ রাখতে হবে বিক্রেতাদের
প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০২২ ০২:৫৫
আপডেট:
১ এপ্রিল ২০২৫ ০১:১৯

বইমেলায় বিক্রেতাদের সঙ্গে করোনা প্রতিরোধী টিকাগ্রহণের সনদ রাখতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।
বুধবার (৯ ফেব্রুয়ারি) করোনা পরিস্থিতি সম্পর্কিত স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে বক্তব্যকালে তিনি এ কথা জানান।
অধ্যাপক নাজমুল বলেন, অমর একুশের বইমেলা শুরু হতে আর অল্প কয়েকটা দিন বাকি আছে। এ মেলায় বিভিন্ন স্টলে যারা বই বিক্রিতে সহায়তা করবেন বা বইমেলার কাজের সঙ্গে জড়িত থাকবেন তারা তাদের নির্ধারিত টিকা গ্রহণ করবেন ও টিকার সার্টিফিকেটটি সঙ্গে রাখবেন।
তিনি বলেন, বইমেলায় আগত সব দর্শনার্থীকে আবশ্যিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে কোনো আপস করা চলবে না।
স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিচালক বলেন, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও শিষ্টাচার অবশ্যই মেনে চলতে হবে। সঠিক নিয়মে নাক-মুখ ঢেকে মাস্ক পড়তেই হবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চললে, যথাসময়ে টিকা গ্রহণ করলে এ করোনার সংক্রমণ রুখে দেওয়া সম্ভব।
তিনি আরও বলেন, এক্ষেত্রে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সামাজিক, ধর্মীয় নেতা ও উন্নয়ন সহযোগীসহ যারা দেশকে ভালোবাসে তাদের সবার প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণের মধ্য দিয়েই করোনা সংক্রমণ রোধ হবে।
আপনার মূল্যবান মতামত দিন: