মঙ্গলবার, ৮ই এপ্রিল ২০২৫, ২৫শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


সোহরাওয়ার্দী হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস চালু


প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৩ ০৬:০৬

আপডেট:
৮ এপ্রিল ২০২৫ ০৯:১৩

ছবি সংগৃহিত

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস (ওসেক) চালু হয়েছে। হাসপাতালটিতে যেসব রোগীরা জরুরি চিকিৎসা নিতে আসবেন তাদের রোগ গুরুতর না হলে এখানেই সেবা দিয়ে বাড়িতে পাঠানো হবে।

এ সেবার মাধ্যমে হাসপাতালের ওয়ার্ডের ওপর চাপ কমবে বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ওয়ান স্টপ সার্ভিসটির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

ফিতা কেটে উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী দোয়া ও মোনাজাত করেন এরপর সার্ভিসটি পরিদর্শন করেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৪ জানুয়ারি থেকে পরীক্ষামূলক সেবা কার্যক্রম শুরু হলেও আজ থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে পুরোদমে ওসেক স্বাস্থ্য সেবা প্রদান শুরু হবে।

যেসব সেবা মিলবে ওয়ান স্টপ সার্ভিসে-

১. যেকোনো রোগী জরুরি ভিত্তিতে দিন রাত ২৪ ঘণ্টাই চিকিৎসা নিতে পারবেন।

২. রোগীর জরুরি প্রয়োজনে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা এখানে রয়েছে ফলে রোগীকে জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য অন্য কোথাও যেতে হয় না।

৩. এখানে জরুরি রোগীর সেবায় অত্যাধুনিক ল্যাব সাপোর্ট, বেড়া সাইড আল্ট্রাসাউন্ড (ইউএসজি), ইসিজি, পোর্টেবল এক্স-রে সহ প্রায় সকল ধরনের ডায়াগনস্টিক সুবিধা রয়েছে।

৪. মেডিকেল অফিসার ছাড়াও এখানে সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক এর সেবা থাকবে ৷

৫. চিকিৎসকদের পাশাপাশি জরুরি রোগীর সুষ্ঠু ও মানসম্মত সেবা নিশ্চিত করতে এখানে রয়েছে নার্স, প্যারামেডিকস, ওয়ার্ডবয়, আয়া ও পরিচ্ছন্নতা কর্মী, সেবা প্রদান করবে।

৬. জরুরি রোগীর প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের সিদ্ধান্ত অনুযায়ী এখানে জরুরি অপারেশনেরও সুবিধাও পাওয়া যাবে।
৭. গুরুতর রোগীর প্রয়োজনে এখানে রয়েছে মেকানিক্যাল ভেন্টিলেশন ও চার শয্যার আইসিইউ সাপোর্ট।

৮. কর্তব্যরত বিশেষজ্ঞ চিকিৎসকের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি রোগী ভর্তি অথবা অবজারভেশনে রেখে চিকিৎসা করার ব্যবস্থা এখানে থাকবে।

৯. জরুরি রোগীর উন্নত এবং বিশেষায়িত চিকিৎসার জন্য রেফারেল হাসপাতালে স্থানান্তর করার জন্য এখানে রয়েছে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা।

১০. জরুরি রোগীর প্রয়োজনে ব্যবহৃত বেশির ভাগ ঔষধপত্র এখানে থাকবে।

১১. রোগী ৪৮ ঘণ্টার বেশি ভর্তি থাকা লাগলে, অন্তঃবিভাগে বিভিন্ন ওয়ার্ডে রুটিন রোগী হিসেবে ভর্তির ব্যবস্থা করা হবে এবং আইসিইউ সহায়তা প্রয়োজন হলে হাসপাতালের অন্তঃবিভাগে আইসিইউতে স্থানান্তরের ব্যবস্থা থাকবে।

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর ও ঢাকা মেডিকেল কলেজের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক প্রমুখ


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top