বুধবার, ৯ই এপ্রিল ২০২৫, ২৬শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


ফ্যাটিলিভারে আক্রান্ত দেশের সাড়ে ৪ কোটি মানুষ


প্রকাশিত:
৭ মার্চ ২০২৩ ২২:৫৩

আপডেট:
৯ এপ্রিল ২০২৫ ১০:২০

ছবি সংগৃহিত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের মোট রোগে মৃত্যুর ২ দশমিক ৮২ শতাংশর কারণ হলো লিভার বা যকৃতের বিভিন্ন রোগ। আশঙ্কাজনক হলেও সত্য দেশের প্রায় সাড়ে ৪ কোটি মানুষ ফ্যাটিলিভারে আক্রান্ত। স্বাধীনতার পরে স্বাস্থ্য সেবায় প্রভূত উন্নতি সাধন সত্ত্বেও প্রান্তিক জনগোষ্ঠী উন্নত স্বাস্থ্য সেবা থেকে এখনো অনেকাংশেই বঞ্চিত রয়ে যাচ্ছে।

রাজধানীর গুলশানের উদয় টাওয়ারে অনুষ্ঠিত কার্নিভাল কেয়ার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, লিভার ক্যানসার চিকিৎসায় আরএফএ (রেডিও ফ্রিকুয়েন্সি অ্যাবলেশন), টেইস (ট্রান্সআরটারিয়ালকেমো এমবোলাইজেশন), লিভার সিরোসিসের চিকিৎসায় আধুনিক স্টেম সেল থেরাপি, লিভার ডায়ালাইসিস এবং প্লাজমা এক্সচেঞ্জসহ সব লিভার রোগের অত্যাধুনিক চিকিৎসা রয়েছে। যকৃত চিকিৎসায় গ্রাম ও শহরের চিকিৎসা সেবার এই বিভাজন দূর করায় অনলাইন সেবা ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব, সহযোগী অধ্যাপক ডা. এম এ রহিম, কার্নিভাল কেয়ারের ডিরেক্টর ওয়ালী উল ইসলাম, কার্নিভাল কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. ফারশিদ ভূঁইয়া, ডটলাইনস গ্রুপের চেয়ারম্যান মাহবুবুল মতিন সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

বক্তারা জানান, রোগীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে কার্নিভাল কেয়ার সম্পৃক্ত হয়েছে স্পেশালাইজড লিভার সেন্টারের।

তারা বলেন, লিভার সিরোসিস রোগের অন্যতম প্রধান কারণ ফ্যাটিলিভারে আক্রান্ত হওয়া। এছাড়াও হেপাটাইটিস বি’তে আক্রান্ত দেশের প্রায় শতকরা ১০ শতাংশ মানুষ। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় রয়েছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, লিভার সিরোসিস এবং লিভার ক্যানসারের অসংখ্য রোগী যারা যথাযথ চিকিৎসা সেবা হতে বঞ্চিত।

অনুষ্ঠানে জানানো হয়, লিভার বা যকৃত রোগে আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে কার্নিভাল কেয়ারের স্পেশালাইজড লিভার সেন্টারে অধ্যাপক ডা. মামুন আল মাহতাবের নেতৃতে একদল সুদক্ষ লিভার বিশেষজ্ঞ বিভিন্ন জটিল লিভার রোগের অত্যাধুনিক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসা প্রদান করবেন।

মূলত কার্নিভাল কেয়ারের ওয়েব সাইট ভিজিট/হটলাইনে ফোন করার পর একজন রোগী, একজন অভিজ্ঞ এবং দক্ষ চিকিৎসকের কাছে সব শারীরিক সমস্যার কথা বলবেন। রোগী বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ গ্রহণ করার পরে যেসব পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হবে কার্নিভালকেয়ারের টেকনোলজিস্ট সেই সব নমুনা রোগীর বাসা বা কর্মস্থল থেকে সংগ্রহ করবেন এবং রোগীকে পরে রিপোর্ট পৌঁছে দেবেন। পরে রোগী সেই রিপোর্ট নিয়ে অনলাইনে লিভার বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারবেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক (ডা.) মামুন আল-মাহতাব বলেন, বাস্তবতার নিরিখে প্রান্তিক জনগোষ্ঠীর অনেকেই চিকিৎসা কিংবা পরামর্শের জন্য আমাদের কাছে পৌঁছাতে পারেন না। এছাড়াও ঢাকার বাইরে থেকে অনেক রোগী আমাদের কাছে আসেন যারা পরে ফলোআপ চিকিৎসা নিতে জটিলতার সম্মুখীন হন। এ প্লাটফর্মটি সেই সমস্যাগুলোর সমাধান করবে বলে আমি আশা প্রকাশ করছি।

দেশে প্রযুক্তির মাধ্যমে চিকিৎসায় ‘নতুন মাত্রা’ যোগ করতে স্বাস্থ্য সেবা খাতে কার্নিভাল কেয়ারের মতো প্লাটফর্মে বিনিয়োগ করেছে ডটলাইনস গ্রুপ। ডটলাইনস গ্রুপের চেয়ারম্যান মাহবুবুল মতিন বলেন, করোনাকালে বাংলাদেশের স্বাস্থ্য সেবার সক্ষমতা ধরে রেখেছে টেলিমেডিসিনের মতো উদ্ভাবন উদ্যোগ।

প্লাটফর্মটির মাধ্যমে প্রান্তিক মানুষ স্বাস্থ্য সেবার পাশাপাশি রোগনির্ণয়ের নতুন অভিজ্ঞতা লাভ করবেন বলে আশা প্রকাশ করেন প্রযুক্তি খাতের এই উদ্যোক্তা।

কার্নিভাল কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. ফারশিদ ভূঁইয়া বলেন, সঠিক পরামর্শ ও দিকনির্দেশনার মাধ্যমে যকৃত রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করাই কার্নিভালকেয়ারের মূল উদ্দেশ্য।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top