সারাদেশে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ২৪ জনের মৃত্যু
প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২১ ২৩:৫৩
আপডেট:
২৩ সেপ্টেম্বর ২০২১ ২৩:৫৪

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় সারাদেশে প্রাণ হারিয়েছেন আরও ২৪ জন। এ পর্যন্ত দেশে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৩৩৭ জন।
গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১৪৪ জনের দেহে। এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জন।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭ হাজার ৭৮৯ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৪.৬১ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬.২১ শতাংশ। সুস্থতার হার ৯৭.৩৮ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১.৭৭ শতাংশ।
আপনার মূল্যবান মতামত দিন: