স্বাস্থ্য বিভাগে চিকিৎসকসহ প্রশিক্ষিত জনবলের অভাব আছে: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশিত:
২২ অক্টোবর ২০২১ ০১:২৯
আপডেট:
২২ অক্টোবর ২০২১ ০২:২০

দেশের স্বাস্থ্য বিভাগে চিকিৎসকসহ প্রশিক্ষিত জনবলের অভাব রয়েছে। আমরা অনেক অবকাঠামো তৈরি করেছি এবং অনেক যন্ত্রপাতি ক্রয় করেছি। কিন্তু আমরা সেভাবে জনবল সৃষ্টি করিনি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল আই কেয়ারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সেদিকে (জনবল) নজর দিয়েছি। প্রধানমন্ত্রীও নজর দিয়েছেন। ২০২০ সালে নতুন একটি অর্গানোগ্রাম তৈরি করেছি, সেটি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। সেখানে সার্বিক স্বাস্থ্যসেবায় কত লোক লাগতে পারে, তা তুলে ধরা হয়েছে।
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি প্রতিবছরই বেশ জাঁকজমক ভাবে পালন করেন জন্মদিন
আপনার মূল্যবান মতামত দিন: