পরীক্ষামূলক টিকা নেওয়া শিশুরা সুস্থ আছে: স্বাস্থ্য অধিদপ্তর
প্রকাশিত:
২৮ অক্টোবর ২০২১ ২২:৫১
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১১:৪০

১৪ অক্টোবর মানিকগঞ্জের চারটি স্কুলে ৯ম ও ১০ম শ্রেণির ১২০ শিক্ষার্থীকে করোনাভাইরাসের ফাইজার-বায়োএনটেকের টিকা পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। এখন তারা সবাই সুস্থ আছে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, অচিরেই স্কুলশিশুদের টিকা দেওয়া শুরু হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই শিক্ষার্থীদের কারও কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। আমরা তাদের পর্যবেক্ষণে রেখেছি। তারা সবাই ভালো আছে।
এসব শিক্ষার্থীকে পর্যবেক্ষণে রাখার পর সারাদশে টিকাদান কার্যক্রম শুরু করার কথা জানিয়েছিল স্বাস্থ্য বিভাগ।
সেব্রিনা ফ্লোরা আরও বলেন, স্কুলশিক্ষার্থীদের টিকা দিতে স্বাস্থ্য অধিদপ্তরের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। শিক্ষা মন্ত্রণালয় সব প্রস্তুতি নিয়ে যখন আমাদের জানাবে, তখন আমরা টিকাদান শুরু করব। আমরা প্রস্তুত আছি।
আপনার মূল্যবান মতামত দিন: