চলছে দ্বিতীয় ডোজের টিকা প্রয়োগ
প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২১ ০০:০৪
আপডেট:
২২ মার্চ ২০২৫ ২৩:১৩

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে ২য় দফায় টিকা ক্যাম্পেইনের ২য় ডোজ প্রয়োগ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১ম ডোজের ক্ষেত্রে দুই দিনে ৮০ লাখ লোককে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করলেও ২য় ডোজে একই দিনে সেটা পূরণ করার পরিকল্পনা রয়েছে তাদের।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা ব্যবস্থা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য জানান।
তিনি জানান, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব জেলায় টিকা পাঠানো হয়েছে। একদিনে ৮০ লাখ লোককে টিকা দিতে পারবেন বলে আশা করছেন তারা।
শামসুল হক বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একনাগাড়ে এ ভ্যাক্সিনেশন কার্যক্রম পরিচালিত হবে। তবে প্রয়োজনে বিকেল ৩টার পরও এ কর্মসূচি চলমান থাকবে। দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইন চলাকালে শুধু দ্বিতীয় ডোজের টিকাই দেওয়া হবে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: