বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


ক‌রোনা নিয়ন্ত্রণে বাংলা‌দেশ বি‌শ্বের এক নম্বর: স্বাস্থ্যমন্ত্রী


প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২১ ০৫:২৪

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৬:৫৫

ছবি-সংগৃহীত

‘বিগত দি‌নে ক‌রোনা নিয়ন্ত্রণে বাংলা‌দেশ তার কর্মকাণ্ডের কার‌ণে বি‌শ্বের এক নম্বর দেশ। এর জন্য কৃ‌তি‌ত্বের দা‌বিদার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ দে‌শের সর্বস্তরের জনগণ বলে মন্তব্য করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জা‌হিদ মা‌লেক।

সোমবার (২২ ন‌ভেম্বর) রাজধানীর হো‌টেল ইন্টার ক‌ন্টি‌নেন্টালে বাংলা‌দেশ মে‌ডি‌সিন সোসাইটি আ‌য়ো‌জিত কোভিড বিষয়ক সে‌মিনা‌রে প্রধান অতি‌থির বক্ত‌ব্যে তিনি এসব কথা ব‌লেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী ব‌লেন, কো‌ভি‌ডের সময় আমা‌দের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা নিরলসভা‌বে মানু‌ষের সেবা ক‌রে গে‌ছেন। ২০০ ডাক্তার ‌কোভিডে মারা গে‌ছেন। অনেক স্বাস্থ্যকর্মী, সাংবা‌দিকসহ যারা মারা গে‌ছেন, সবার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই।

তি‌নি ব‌লেন, কো‌ভিড কী জানতাম না আমরা। আলাদা কো‌নো বেড ছিল না, সেখা‌নে আমরা ১৮ হাজার বেড তৈ‌রি ক‌রে‌ছি। ১২০টি হাসপাতা‌লে সেন্ট্রাল অক্সিজে‌নের ব্যবস্থা ক‌রে‌ছি। ক‌য়েক হাজার বে‌ডের স‌ঙ্গে অক্সিজেন সং‌যোগ দি‌তে পে‌রে‌ছি। এক‌টি পি‌সিআর ল্যাব ছিল, বর্তমা‌নে সারা দে‌শে ৮০০ ল্যাব স্থাপিত হ‌য়ে‌ছে। এসবই সম্ভব হ‌য়ে‌ছে সরকার এবং সর্বস্ত‌রের মানু‌ষের সহ‌যো‌গিতায়।

তিনি আরো ব‌লেন, ঘ‌রে ব‌সে অনেক সমা‌লোচনা ক‌রে‌ছেন। আর আমা‌দের ডাক্তার, নার্সরা রোগী‌দের সেবা ক‌রে কা‌টি‌য়ে‌ছেন। প্রায় বিনামূ‌ল্যে (১০০ টাকায়) সারা দে‌শে ক‌রোনার টে‌স্টের ব্যবস্থা করা হ‌য়ে‌ছে। ১৫ হাজার ডাক্তার, ২০ হাজার নার্স নি‌য়োগ হ‌য়ে‌ছে। বর্তমা‌নে ১৮ হাজার কো‌ভিড বে‌ডে ১ হাজার রোগীও নেই। এ সাফ‌ল্যের ভা‌গিদার সবাই।

মন্ত্রী আরও ব‌লেন, অন্য অনেক দে‌শের তুলনায় ভা‌লো অবস্থা‌নে আছি আমরা। দে‌শের ৮ বিভাগীয় শহ‌রে ৮‌টি বি‌শেষা‌য়িত ক্যান্সার, কিড‌নি ও কা‌র্ডিয়াক হাসপাতাল নির্মা‌ণের কাজ চল‌ছে। অচি‌রেই আরও ৪ হাজার ডাক্তার, ৮ হাজার নার্স ও ১৫/২০ হাজার টেকনিশিয়ান নি‌য়োগ দেওয়া হ‌বে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top