কিডনির ক্ষতি করে করোনা
প্রকাশিত:
১৯ জুন ২০২০ ১৮:৩২
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:১০

নোভেল করোনাভাইরাসের চরিত্র সম্পর্কে এখনও অনেক কিছুই আমাদের অজানা। তবে দেখা গেছে যে বেশির ভাগ ক্ষেত্রে কোভিড-১৯ ফুসফুসকে আক্রমণ করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও কিডনির কোষ এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
করোনা ভাইরাসের বিষয়ে এখন পর্যন্ত যে তথ্য জানা গেছে তাতে দেখা গেছে—ফুসফুস ছাড়াও শরীরের গুরুত্বপূূর্ণ অংশ যেমন হূদপিণ্ড, লিভার, কিডনিসহ শরীরের অন্য অংশগুলোতে আক্রমণ করে এই ভাইরাস।
দূষিত পদার্থ রক্ত থেকে ছেঁকে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয় কিডনি। রক্ত পরিশোধনের পাশাপাশি শরীরের পিএইচ ও জলের ভারসাম্য রক্ষা করা কিডনির অন্যতম কাজ। তাই কোনও ভাবে কিডনির কাজ ব্যহত হলে শরীরে নানান বিষাক্ত পদার্থ জমে অসুস্থতা বাড়ে। কিডনির কাজ কমে গেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কম থাকে।
কিডনির রক্তবাহী ধমনীতে রক্তের ডেলা আটকে যাওয়ায় শরীরে অক্সিজেনের পরিমাণ খুব কমে যায়। ফলে কিডনির কোষ এমন ক্ষতিগ্রস্ত হয়।
তাই কিডনি সুস্থ রাখতে চিকিৎসকের নির্দেশ মেনে ওষুধ সেবন ও সঠিক ডায়েট মেনে চলার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করা আবশ্যক।
আপনার মূল্যবান মতামত দিন: