রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম
প্রকাশিত:
৯ মার্চ ২০২৫ ১৬:১৬
আপডেট:
১২ মার্চ ২০২৫ ০৯:৫৭

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে আগামী দুই বছরের জন্য দায়িত্ব পেয়েছেন সংস্থাটির সদস্য প্রকৌশলী রিয়াজুল ইসলাম। তিনি ছিদ্দিকুর রহমান সরকারের স্থলাভিষিক্ত হবেন। গতকাল শনিবার চুক্তিভিত্তিক এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, দ্য টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট ১৯৫৩ অনুযায়ী প্রকৌশলী রিয়াজুল ইসলামকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে রাজউকের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
রিয়াজুল ইসলাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি। গত বছরের ২৪ অক্টোবর ওই কমিটি গঠন করা হয়। এ ছাড়া বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতিও ছিলেন। গত ৪ মার্চ ওই কমিটি বিলুপ্ত করে বিএনপি।
বর্তমান চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ছিদ্দিকুর রহমান সরকার চুক্তিভিত্তিক নিয়োগ পান ২০২৩ সালের ৮ এপ্রিল। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গত বছরের ১৯ সেপ্টেম্বর তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। দুই দিন বাদে সেই আদেশ বাতিল করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: