নতুন চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করেছে রাজউক শ্রমিক কর্মচারী লীগ
প্রকাশিত:
২৭ মে ২০২১ ০০:০৪
আপডেট:
২৭ মে ২০২১ ০০:০৬

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নবনিযুক্ত চেয়ারম্যান সরকারের অতিরিক্ত সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীকে ফুল দিয়ে বরণ করেছে রাজউক শ্রমিক কর্মচারী লীগ।
সোমবার (২৪ মে) বিকেলে রাজউক শ্রমিক কর্মচারী লীগের সভাপতি আবুল বাশার শরীফ ও সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নেতা-কর্মীরা ফুল দিয়ে আমিন উল্লাহ নুরীকে অভিনন্দন জানান। এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যকরি সভাপতি জাহিদুল ইসলাম (সবুজ) এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ রাজউকের অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরনসহ বর্তমান সরকার আমলে যারা রাজউকের প্লট পান নাই তাদেরকে প্লট দেয়ার জন্য চেয়ারম্যানকে অনুরোধ জানান।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল (বৃহস্পতিবার) জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারের অতিরিক্ত সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে পদায়ন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ইতোপূর্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্পর্কিত বিষয়:
রাজউক
আপনার মূল্যবান মতামত দিন: