সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৭ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


সুদানে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ৫২ জনের মৃত্যু


প্রকাশিত:
১৫ আগস্ট ২০২২ ০১:৪৩

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১২:০৫

 ছবি : সংগৃহীত

প্রবল বৃষ্টিপাতে উত্তর আফ্রিকার দেশ সুদানে সৃষ্ট বন্যায় অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। গতকাল শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সুদান নিউজ এজেন্সি (এসইউএনএ) এ খবর জানিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সুদানে সাধারণত মে এবং অক্টোবরের মধ্যে ভারী বৃষ্টিপাত হয়। দেশটি প্রতি বছর মারাত্মক বন্যার সম্মুখীন হয়। এতে সম্পত্তি, অবকাঠামো এবং ফসল ধ্বংস হয়।

সুদানের ন্যাশনাল কাউন্সিল ফর সিভিল ডিফেন্সের মুখপাত্র আবদেল জলিল আবদেল রহিম জানিয়েছেন, শরতের শুরু থেকে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ৫২ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। বন্যায় পাঁচ হাজার ৩৪৫টি বাড়ি ধ্বংস হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজার ৮৬২টি ঘর।

এছাড়া অন্যান্য সরকারি স্থাপনা, দোকানপাট এবং কৃষি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় দেশটির উত্তর ও দক্ষিণ কর্ডোফান রাজ্য, নীল নদ রাজ্য এবং দক্ষিণ দারফুর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) অনুমান করেছে যে, বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে সুদান জুড়ে প্রায় ৩৮ হাজার মানুষ বৃষ্টি ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওসিএইচএ’র মতে, ২০২১ সালের বর্ষা মৌসুমে সুদান জুড়ে প্রায় তিন লাখ সাড়ে ১৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল।


সম্পর্কিত বিষয়:

আফ্রিকা

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top