বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


কাশ্মিরে রহস্যজনক মৃত্যু! ৬ জনের মরদেহ উদ্ধার


প্রকাশিত:
১৮ আগস্ট ২০২২ ০১:৫৪

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৩৫

 ছবি : সংগৃহীত

জম্মু-কাশ্মিরে একই পরিবারের ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা একই পরিবারের সদস্য হলেও পাশাপাশি দু’টি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

কাশ্মির পুলিশের বরাত দিয়ে বুধবার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকালে জম্মুর সিধরা অঞ্চলের তাউয়ি বিহারের পরপর দু’টি বাড়ি থেকে মোট ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। এরমধ্যে একটি বাড়িতে ৪টি মরদেহ পড়েছিল, পরে পাশের বাড়ি থেকে আরও দু’টি মরদেহ খুঁজে পাওয়া যায়। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মৃতদের নাম সাকিনা বেগম, তার দুই কন্যা নাসিমা আখতার ও রুবিনা বানু, ছেলে জাফর সালিম। এছাড়াও তাদের দুই আত্মীয় নুর উল হাবিব ও সাজাদ আহমেদের মরদেহও উদ্ধার করা হয়েছে।

সংবাদমাধ্যম বলছে, বুধবার সকালে স্থানীয় বাসিন্দারাই পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পাশাপাশি দু’টি বাড়ি থেকে ৬টি মরদেহ উদ্ধার করে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য জম্মুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া ভারতীয় দণ্ডবিধির ১৭৪ ধারায় রহস্য মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ওই দুই বাড়ি থেকেই কোনো সাড়া-শব্দ না পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। বুধবার সকালে ডাকাডাকি করা হলেও, কোনো সাড়া মেলেনি। পরে বাড়িতে ঢুকে স্থানীয়রা চারজনের মরদেহ পড়ে থাকেতে দেখেন।

পাশের বাড়িতেই ওই নারীর দুই আত্মীয় থাকতেন, তাদের ডাকতে গেলে তাদেরকেও নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপরই স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। এর আগে ২০১৮ সালে দিল্লির বুরারির একটি বাড়ি থেকে একই পরিবারের ৬ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনায় সেসময় শোরগোল পড়ে যায় গোটা ভারতে।

এরপরে চলতি বছরেও উত্তরপ্রদেশে একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু হয়। আর এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি হলো জম্মুতে।


সম্পর্কিত বিষয়:

জম্মু-কাশ্মির

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top