রাশিয়ায় আইএস সদস্য আটক
প্রকাশিত:
২৩ আগস্ট ২০২২ ০৩:৫৮
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১২:৪১

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক আত্মঘাতী হামলাকারীকে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) কর্মকর্তা আটক করেছে। আটক আইএস সদস্য ভারতের একজন শীর্ষস্থানীয় নেতাকে হত্যার পরিকল্পনা করছিলেন।
সোমবার (২২ আগস্ট) রুশ সংবাদ সংস্থা স্পুটনিকের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে এফএসবি জানিয়েছে, রাশিয়ায় ইসলামিক স্টেটসের এক সদস্যকে প্রথমে শনাক্ত এবং পরে আটক করা হয়। আটক ব্যক্তি ভারতে গিয়ে আত্মঘাতী বিস্ফোরণের পরিকল্পনা করছিল বলে তদন্তের পর তথ্যপ্রমাণ পাওয়া গেছে।
ওই ব্যক্তি আইএসের শীর্ষ নেতার কাছে গিয়ে জঙ্গি সংগঠনটির প্রতি সব সময় অনুগত থাকার শপথ নিয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আটক ব্যক্তিকে তুরস্ক থেকে আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবে আইএস নিয়োগ দিয়েছিল।
সম্পর্কিত বিষয়:
জঙ্গি
আপনার মূল্যবান মতামত দিন: