কলম্বিয়ায় বোমা হামলা নিহত ৭
প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২২ ০০:১৯
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৫৯

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় নিরাপত্তা বাহিনীর ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় ৭ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। প্রতিবেদনের তথ্য থেকে জানা গেছে, হুইলা বিভাগের একটি গ্রামীণ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানান, শুক্রবার (২ সেপ্টেম্বর) কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে এ হামলার ঘটনা ঘটেছে। দেশটির প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের পর দেশের ভেতরে প্রায় ৬০ বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটিয়ে ‘পুরোপুরি শান্তি’ আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এক টুইটার পোস্টের মাধ্যমে পেত্রো জানান, তিনি হুইলার সান লুইসে বিস্ফোরকযোগে চালানো হামলাটিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। সেখানে ৭ পুলিশ নিহত হয়েছে, তাদের পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।
তিনি আরও জানান, এসব কর্মকাণ্ড স্পষ্ট নাশকতা। তিনি কর্তৃপক্ষগুলোকে তদন্ত শুরু করার জন্য ওই এলাকায় যেতে বলেছেন।
দেশটির পুলিশের সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বহনকারী গাড়িতে বিস্ফোরকের আঘাতে ওই কর্মকর্তারা নিহত হয়েছেন।
সম্পর্কিত বিষয়:
হামলা
আপনার মূল্যবান মতামত দিন: