আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৮
প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২২ ০২:৩০
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১২:৪১

ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশ। এতে কমপক্ষে আট জন মারা গেছেন।
সোমবার (৫ সেপ্টেম্বর) এই ভূমিকম্প আঘাত হানে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম আল-আরাবিয়া।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্পটি জালালাবাদ শহরের কাছে আঘাত হানে।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মাওলাভি নাজিবুল্লাহ হানিফ বখতার নিউজ এজেন্সিকে জানান, ভূমিকম্পে কুনার প্রদেশে আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি জানান, প্রাথমিক প্রতিবেদনে ছয়জনের মৃত্যুর কথা জানা গেছে। এছাড়া আহত হয়েছে আরো ৯ জন।
গত জুনে দেশটিতে আঘাত হানা শক্তিশালী একটি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি আফগানরা। ওই ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারায়।
গত ২২ জুন ভোররাতে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে আঘাত হানে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের খোস্ত শহরে এবং কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ৪৪ কিলোমিটার গভীরে।
শক্তিশালী ওই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকতিকা প্রদেশ। সেখানে নিহত হয়েছে প্রায় এক হাজার মানুষ, আহত হয়েছে আরো অন্তত দেড় হাজার। ধ্বংস হয়েছে তিন হাজারের বেশি ঘর-বাড়ি।
সম্পর্কিত বিষয়:
ভূমিকম্প
আপনার মূল্যবান মতামত দিন: