জম্মু-কাশ্মীর সীমান্তে গোলাবর্ষণে ৩ ভারতীয় নাগরিক নিহত
প্রকাশিত:
১৯ জুলাই ২০২০ ০০:৪৬
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৫:১১

ছবি: সংগৃহীত
শুক্রবার জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে রাতভর গোলাগুলির ঘটনা ঘটেছে।
পাক সেনাদের গোলাবর্ষণে তিন ভারতীয় নাগরিক মারা যান বলে দাবি করেছেন পুঞ্চ সেক্টরের ডেপুটি কমিশনার।
ভারতের সংবাদ সংস্থা এএনআই ওই তিন নাগরিকের মরদেহকে ঘিরে আত্মীয়-স্বজনের আহাজারির একটি ছবি তাদের অফিসিয়াল টু্ইটার পেজে শেয়ার করেছে।
এদিকে জম্মু কাশ্মীরের সোপিয়ানের আমসিপোড়া গ্রামে আরও একটি সংঘর্ষের ঘটনার কথা জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
সংবাদমাধ্যমটি জানায়, শনিবার কাকভোরে জম্মু কাশ্মীরের সোপিয়ানের আমসিপোড়া গ্রামে অভিযান চালায় ভারতীয় সেনারা। সেখানে তল্লাশি চালিয়ে ৩ বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করে ভারতীয় সেনা। অভিযানে কাশ্মীর পুলিশের সঙ্গে আধা-সামরিক বাহিনীর (সিআরপিএফ) সদস্যরাও ছিলেন।
নিহত বিচ্ছিন্নতাবাদীরা নিষিদ্ধ সংগঠন জইশ-ই-মহম্মদের ছিলেন বলে দাবি কাশ্মীর পুলিশের।
আপনার মূল্যবান মতামত দিন: