কাশ্মীরে সড়ক দুর্ঘটনা, নিহত ১১
প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২২ ০৪:১৪
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০২:৫৪

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভারত শাসিত জম্মু ও কাশ্মীর অঞ্চলে ১১ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) ঐ অঞ্চলের পুঞ্চের সাওজিয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় বার্তাসংস্থা এএনআই এ তথ্য নিশ্চিত করেছেন।
কাশ্মীরের মান্ডি তহসিলদার শেহজাদ লতিফ জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মান্ডি হাসপাতালে নেয়া হয়েছে।
এএনআই জানিয়েছে, দুর্ঘটনাকবলিত মিনিবাসটি পুঞ্চের সাওজিয়ান থেকে মান্ডি যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছে ভারতীয় সেনাবাহিনী।
সম্পর্কিত বিষয়:
কাশ্মীরের মান্ডি তহসিলদার শেহজাদ লতিফ জানান দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মান্ডি হাসপাতালে নেয়া হয়েছে। সড়ক
আপনার মূল্যবান মতামত দিন: