সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৭ই চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


ইতিহাসে সবচেয়ে বড় সাইবার হামলা অস্ট্রেলিয়ায়


প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২২ ০৩:৪০

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ০৯:০৪

ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার টেলিকমিউনিকেশন খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান অপটাসে বড় ধরনের একটি সাইবার হামলার শিকার হয়েছে। এ হামলায় প্রতিষ্ঠানটির প্রায় ১ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা করা হচ্ছে; যা অষ্ট্রেলিয়ার মোট জনসংখ্যার ৪০ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, এটাই হতে পারে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় তথ্য চুরির ঘটনা। অস্ট্রেলিয়ায় এভাবে ব্যক্তিগত তথ্য চুরির ঘটনায় উদ্বিগ্ন দেশের সাধারণ মানুষও।

জানা গেছে, অপটাস সিঙ্গাপুর টেলিকমিউনিকেশন লি. এর একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। তারা ঘটনার ২৪ ঘণ্টা পর প্রকাশ করে যে নেটওয়ার্কে সন্দেহভাজন কার্যক্রমের বিষয়টি তাদের দৃষ্টিতে এসেছে। বিষয়টি বুঝতে পারার সঙ্গে সঙ্গেই তারা অষ্ট্রেলিয়ান ফেডারেল পুলিশকে জানায়।

অস্ট্রেলিয়ার টেলিকম খাতের দ্বিতীয় বৃহত্তম এই প্রতিষ্ঠান জানায় যে তাদের সাবেক ও বর্তমান গ্রাহকদের ডাটা (তথ্য) চুরি হয়েছে। এর মধ্যে আছে নাম, জন্মতারিখ, ফোন নাম্বার, ই-মেইল ঠিকানা, পাসপোর্ট নাম্বার এবং ড্রাইভিং লাইসেন্স নাম্বার।

তবে তারা দাবি করে যে পেমেন্ট বিষয়ক তথ্যাদি ও অ্যাকাউন্ট পাসওয়ার্ড হ্যাক হয়নি। দেশটির সরকার বলেছে, যাদের পাসপোর্ট বা লাইসেন্স নাম্বার চুরি হয়েছে তাদের আইডেন্টিটি চুরি বা প্রতারণার ঝুঁকি তৈরি হয়েছে। এই সংখ্যা প্রায় ২৮ লাখ।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এতো বড় চুরির ঘটনাটি দেশের বাইরে থেকে সংঘটিত হয়েছে। এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন অপটাসের প্রধান নির্বাহী কেলি বায়ের রোজমারিন। তিনি এটিকে ‘নিখুঁত হামলা’ বলে আখ্যায়িত করেছেন।

সূত্র: বিবিসি


সম্পর্কিত বিষয়:

অস্ট্রেলিয়া

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top