জাপানি পরিচালককে কারাদণ্ড দিয়েছে জান্তা সরকার
প্রকাশিত:
৬ অক্টোবর ২০২২ ২২:৫৯
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ২২:৫৮

জাপানের এক চলচ্চিত্র নির্মাতাকে ১০ বছরের জেল দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা। তোরু কুবোতা নামের ওই জাপানি নির্মাতার বিরুদ্ধে ভিন্নমত উসকে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
উল্লেখ্য, সম্প্রতি এক অস্ট্রেলীয় অধ্যাপক ও অং সান সুচির উপদেষ্টাকে কারাদণ্ড দেয় মিয়ানমার সরকার। অস্ট্রেলীয় অধ্যাপকের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস আইন লঙ্গনের অভিযোগ আনা হয়েছিল।
গত বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী অং সান সু চির বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করে। এরপর থেকে দেশটিতে সামরিক জান্তা নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। বিদ্রোহ দমাতে সামরিক বাহিনী দমন-পীড়ন চালাচ্ছে, বাহিনীর অভিযানে হাজার হাজার মানুষ গ্রেফতার হয়েছেন এবং হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
মিয়ানমারের ইয়াঙ্গুনে সরকারবিরোধী একটি সমাবেশ থেকে গত জুলাইয়ে ২৬ বছর বয়সী তোরু কুবোতাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ইলেকট্রনিক যোগাযোগ আইন লঙ্ঘনেরও অভিযোগ আনা হয়েছে।
সম্পর্কিত বিষয়:
মিয়ানমার
আপনার মূল্যবান মতামত দিন: