অস্ট্রেলিয়াতে বৃষ্টিপাতে রেকর্ড, মৃত্যু ২০
প্রকাশিত:
৬ অক্টোবর ২০২২ ২৩:১০
আপডেট:
১ এপ্রিল ২০২৫ ০৩:৩৮

ছবি সংগৃহীত
এখনো ৮৬ দিন বাকি বছর শেষ হতে। এরইমধ্যে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনিতে বার্ষিক বৃষ্টিপাতে রেকর্ড সৃষ্টি হয়েছে। জানুয়ারি থেকে সিডনিতে এ পর্যন্ত ২২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। অস্ট্রেলিয়ার আবহাওয়ার সংস্থা এ তথ্য জানিয়েছে।
লা নিনার প্রভাবে অস্ট্রেলিয়াজুড়ে বন্যায় ২০ জনের বেশি প্রাণ হারিয়েছে। সিডনি ও আশেপাশের বাসিন্দাদের বন্যার ঝুঁকির বিষয়ে সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) নিউ সাউথ ওয়েলসের জরুরি সেবা বিষয়ক মন্ত্রী স্টেপ কুক জানান, সিডনিতে আজও প্রচুর বৃষ্টি হয়েছে। দিন দিন পরিস্থিতির আরও অবনতি হচ্ছে।
আবহাওয়া ব্যুরো জানিয়েছে, সামনের দিনগুলিতে আরও ভারি বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। কিন্তু এরইমধ্যে জলাশয় ও নদী কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বহু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, এর আগে ১৯৫০ সালে সিডনিতে রেকর্ড ২ হাজার ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল।
সম্পর্কিত বিষয়:
অস্ট্রেলিয়া
আপনার মূল্যবান মতামত দিন: