শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

Shomoy News

Sopno


ইউক্রেনে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৩


প্রকাশিত:
১০ অক্টোবর ২০২২ ২১:৫৯

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২১:০২

ছবি সংগৃহীত

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে বলে ইউক্রেনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। হামলায় আহত হয়েছে আরও বহু মানুষ। এছাড়া বেশ কিছু আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে।

শহরটি বর্তমানে ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এটি এমন একটি অঞ্চলের অংশ যা রাশিয়া বলছে, গত মাসে তারা নিজেদের সঙ্গে যুক্ত করেছে।

গত কয়েক সপ্তাহে ওই শহরে বার বার হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেনের দক্ষিণ ও উত্তর-পূর্বে ইউক্রেনীয় বাহিনীর হাতে পরাজয়ের পর বিভিন্ন শহরে পাল্টা আক্রমণ করছে রুশ সেনারা।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে জাপোরিঝিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ ওই অঞ্চলের বেশ কিছু অংশের নিয়ন্ত্রণ মস্কোর হাতেই রয়েছে।

প্রাথমিকভাবে ইউক্রেনীয় কর্মকর্তারা নিহতের সংখ্যা ১৭ বলে জানালেও পরবর্তীতে জানানো হয় যে, ১৩ জন নিহত হয়েছে।

গত ৯ দিনে জাপোরিঝিয়া শহর এবং এর আশেপাশে ৬০ জনের বেশি বেসামরিক নিহত হয়েছে বলে জানা গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওই অঞ্চলে ক্রমাগত হামলাকে ‌‘শান্তিপূর্ণ মানুষের ওপর নির্দয় হামলা’ বলে অভিহিত করেছেন।

এদিকে ক্রিমিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগের একমাত্র সেতুতে বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদার করেছে রাশিয়া। শনিবার (৮ অক্টোবর) ওই বিস্ফোরণে সেতুটির একটি অংশ ধসে পড়ে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফেডারেল সিকিউরিটি সার্ভিসকে দখলকৃত উপদ্বীপের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম এই সেতুর বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন।

সেতুটিতে শনিবার (৮ অক্টোবর) বিস্ফোরণের ঘটনায় তিনজন মারা গেছে। রুশ কর্মকর্তারা বলছেন, সেতুর ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শিগগিরই শুরু হবে।

সূত্রঃ বিবিসি



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top