বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


ইরান আরও ড্রোন-ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়াকে


প্রকাশিত:
২০ অক্টোবর ২০২২ ০১:৪৬

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১১:৪৭

ছবি সংগৃহীত

ইরান পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়াকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রসহ আরও ড্রোন দিচ্ছে।

ইরানের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দুই ইরানি কূটনীতিক বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন। ইরানের এ পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও অন্য পশ্চিমা শক্তিধর দেশগুলোকে আরও ক্ষুব্ধ করে তুলবে বলেই মনে করা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মন্ত্রীরা সোমবার (১৭ অক্টোবর) ইরানকে হুশিয়ার করে বলেছিলেন, ইউক্রেন যুদ্ধে তেহরানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে নতুন করে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

তা ছাড়া ড্রোন এভাবে হস্তান্তর করাটা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২০১৫ সালের প্রস্তাবনার লঙ্ঘন বলেও উল্লেখ করে ফ্রান্স ও জার্মানি। তবে ইরানের এক কূটনীতিক এমন যুক্তি প্রত্যাখ্যান করেছেন।

তিনি বলেন, ড্রোনগুলো কোথায় ব্যবহার করা হচ্ছে, সেটি বিক্রেতার দেখার বিষয় নয়। আমরা পশ্চিমাদের মতো ইউক্রেন যুদ্ধে কোনো পক্ষ নিইনি। আমরা কূটনৈতিক উপায়ে এ সংকটের অবসান চাই।

সম্প্রতি কয়েক সপ্তাহে ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ-১৩৬ কামিকাজে ড্রোন দিয়ে রাশিয়ার হামলা চালানোর অভিযোগ করেছে কিয়েভ। তবে রাশিয়াকে ড্রোন সরবরাহ করার কথা অস্বীকার করেছে ইরান।

এর মধ্যেই ইরানি দুই কূটনীতিক জানিয়েছেন, রাশিয়া আরও ড্রোন এবং লক্ষ্যে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম উন্নতমানের ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেওয়ার অনুরোধ জানিয়েছে, বিশেষ করে ফাতেহ ও জোলফাগার ক্ষেপণাস্ত্র।

জোফালগারসহ ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে গত ৬ অক্টোবর ইরান এবং রাশিয়ার মধ্যে একটি চুক্তি হয়েছে।

সেই সময় ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার, ইরানের প্রভাবশালী রেভল্যুশনারি গার্ড বাহিনীর দুই ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক কর্মকর্তা ওইসব অস্ত্র দেওয়া নিয়ে রাশিয়ার সঙ্গে আলাপ করতে মস্কো সফর করেন।

ইউক্রেইন যুদ্ধে মস্কোর অস্ত্রভান্ডারে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দেখা গেলে তা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্য পশ্চিমা দেশগুলোর উত্তেজনা বাড়াবে।

রাশিয়া অবশ্য এখন পর্যন্ত ইরানের অস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করেছে। ইউক্রেনে ইরানের তৈরি ড্রোন ব্যবহার হয়েছে কিনা সে প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এগুলো ব্যবহারের বিষয়ে কোনো তথ্য ক্রেমলিন পায়নি।

অন্যদিকে ইউক্রেনে ড্রোনের ব্যবহার নিয়ে ইরানের বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্য-পিয়ারে।

সূত্রঃ রয়টার্স


সম্পর্কিত বিষয়:

ক্ষেপণাস্ত্র

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top