বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


কুয়েতের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ ৩১ দেশের সঙ্গে


প্রকাশিত:
২ আগস্ট ২০২০ ১৮:৫৬

আপডেট:
১২ মার্চ ২০২৫ ২২:০৩

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে উচ্চ ঝুঁকিপূর্ণ ৩১ দেশের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কুয়েত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সৌদি আরব ভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়, গতকাল শনিবার থেকে এ ৩১ দেশের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয় কুয়েত সরকার। দেশটির সিভিল অ্যাভিয়েশনের মহাপরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

কুয়েতের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট বন্ধের তালিকায় রয়েছে- ভারত, পাকিস্তান, মিশর, ফিলিপাইন, লেবানন, শ্রীলঙ্কা। কুয়েতের সঙ্গে এসব দেশের বড় আকারের বিমান যোগাযোগ রয়েছে। এ তালিকায় আরও রয়েছে- চীন, ইরান, ব্রাজিল, মেক্সিকো, ইতালি ও ইরাকের নাম।

স্বল্প পরিসরে বাণিজ্যিক ফ্লাইট চালুর ঘোষণা দেওয়ার দিনই কুয়েত সরকার এ নিষেধাজ্ঞা আরোপ করল। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর সক্ষমতার ৩০ শতাংশ নিয়ে বাণিজ্যিক ফ্লাইট চালু করবে, যা ধীরে ধীরে বাড়ানো হবে।

এদিকে, মিশরের জাতীয় বিমান সংস্থা ইজিপ্টএয়ারও ভূমধ্যসাগরীয় অঞ্চলে অর্ধেক পরিসরে বিমান চলাচল শুরু করার ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, কুয়েতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজারের বেশি মানুষ। দেশটিতে এ পর্যন্ত এই করোনায় আক্রান্ত হয়ে ৪০০ জনের মৃত্যু হয়েছে।

সূত্র- আরব নিউজ।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top