গিনিতে বাস দুর্ঘটনায় নিহত ২৪
প্রকাশিত:
৭ নভেম্বর ২০২২ ২২:০৮
আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১২:০৯

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে এক সড়ক দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছে। গতকাল রোববার গিনির চতুর্থ বৃহত্তম শহর কিন্ডিয়ার কাছে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের অধিকাংশই স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা যায়, বাসটি রাজধানী কোনাক্রি থেকে দক্ষিণ-পশ্চিমের ফারানাহর দিকে যাচ্ছিল।
স্থানীয় কর্মকর্তা কাবিনেট কাকে এএফপিকে বলেন, অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বাসটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এ দুর্ঘটনায় স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ফাওলি সৌমাহ বলেন, মৃতদেহগুলো চেনা যাচ্ছে।
জানা যায়, খারাপ রাস্তা এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে গিনিতে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটে। গত সেপ্টেম্বরে দেশটিতে এক মিনিবাস দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়।
সম্পর্কিত বিষয়:
দুর্ঘটনা
আপনার মূল্যবান মতামত দিন: