শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


যুক্তরাষ্ট্রের ওপর ইউরোপের নির্ভরতা কমানো উচিত, বললেন ম্যাক্রোঁ


প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২২ ০২:২২

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৬:০২

ছবি সংগৃহিত

ইউরোপের দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, নিরাপত্তার জন্য ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর অনেক বেশি নির্ভরশীল। এ নির্ভরশীলতা কমানো উচিত। এছাড়া সামরিক জোট ন্যাটোর ওপর ইউরোপের সদস্য দেশগুলোর নিয়ন্ত্রণ বাড়ানোর জোর দিয়েছেন তিনি। তার মতে, ইউরোপকে নিজেদের নিরাপত্তায় স্বনির্ভর হতে হবে।

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের রাজধানী আম্মানে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন ম্যাক্রোঁ। দেশে ফেরার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফরাসি প্রেসিডেন্ট এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে ওয়ালস্ট্রিট জার্নাল।

সংবাদমাধ্যমটি জানিয়েছেন, ‘ইউরোপকে স্বনির্ভর হওয়ার জন্য ম্যাক্রোঁ যে জোর আরোপ করছেন এটিকে ন্যাটোর বিকল্প হিসেবে মনে করেন না তিনি।’

ওয়ালস্ট্রিট আরও জানিয়েছে, ম্যাক্রোঁ জানিয়েছেন, ‘ইউরোপ যদি স্বনির্ভর ও শক্তিশালী হয় তাহলে ন্যাটোর মধ্যে থেকেও ইউরোপ আরও স্বায়ত্ত্বশাসিত হতে পারবে।’

ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ‘ন্যাটোর ভেতর, ন্যাটোর সাথে থাকব। কিন্তু ন্যাটোর ওপর নির্ভরশীল হব না।’

তিনি আরও বলেছেন, ‘(সামরিক) জোট এমন কোনো বিষয় নয় যেটির ওপর আমার নির্ভর করা উচিত। এটি বেঁছে নেওয়ার বিষয়, একসঙ্গে কাজ করার বিষয়। আমাদের অবশ্যই কৌশলগত স্বনির্ভরতার বিষয়টি দেখতে হবে।’

ম্যাক্রোঁ আরও বলেছেন, ‘ইউরোপকে প্রযুক্তি এবং প্রতিরক্ষাখাতের সক্ষমতায় স্বনির্ভরতা অর্জন করতে হবে। যুক্তরাষ্ট্রের ওপর থেকেও নির্ভরতা কমাতে হবে।’

এদিকে ম্যাক্রোঁ এমন সময় এসব কথা বললেন যখন রাশিয়ার হামলায় বিধ্ব্স্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরে গেছেন এবং প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন।


সম্পর্কিত বিষয়:

ম্যাক্রোঁ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top